মেঘের দল বেঁধে যায় কোন দেশে লিরিক্স | Mager dole bade jaya kono lyrics

মেঘের দল বেঁধে যায় কোন দেশে লিরিক্স

Mager dole bade jaya kono lyrics

মেঘের দল বেঁধে যায় কোন দেশে,

ও আকাশ, বল আমারে!

তারা কেউ বা রঙিন ওড়না গায়ে,

কেউ সাদা, কেউ নীল বেশে।।

তারা কোন্ যমুনার নীরে ভরবে গাগরি,

কার বাঁশরী শুনল এরা সাগর নাগরী, মরি মরি।

তারা বাজিয়ে নূপুর ঝুমুর ঝুমুর,

যায় চলে কার উদ্দেশ্যে?

কভু বাজিয়ে ডমরু তারা উল্লাসে নাচে,

কভু ভানুর সঙ্গে খেলে হোলি প্রভাতে সাঁঝে, মরি মরি!

তারা বিধুর সনে কী কথা কয়

উজ্জ্বল মধুর হেসে।

আকাশ, বল রে আমায় বল, আমার আঁখি জল

তাদের মতো জীবনখানি করবে কি শ্যামল-আমায় বল রে।

আমি তাদের মতো আমার বধুর সনে মধুর খেলা

Leave a Comment