Madina Gojol Lyrics, মদিনা মদিনা গজল লিরিক্স

Madina Gojol Lyrics,

মদিনা মদিনা গজল লিরিক্স

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা

তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা

যেতে চাই তোমারই রওজা মদিনা (২)

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা (২)

তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা

যেতে চাই তোমারই রওজা মদিনা

রাসুলে আরাবী,তুমি আলোর রবি,

তোমারই প্রেমে সৃজন হলো এ সবই (২)

ওগো প্রিয় তুমি আমার আশার আলো (২)

সারা জনম তোমায় বেশে যাবো ভালো

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা

যেতে চাই তোমারই রওজা মদিনা

তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা

যেতে চাই তোমারই রওজা মদিনা

khule Dao Hridoyer Bondho Duar Lyrics, খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার গজল লিরিক্স

তোমারই পরশে উজালা এ ভুবন

তোমায় ভেবে ভেবে যায় এ মন সারাক্ষন (২)

তোমার নামে দরুদ জপি সারাবেলা (২)

 ইয়া মুহাম্মাদ মুহাম্মাদ ইয়া কামলিওয়ালা

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা

যেতে চাই তোমারই রওজা মদিনা

তোমার ই প্রেমে তে মন হলো যে দিওয়ানা

যেতে চাই তোমারই রওজা মদিনা

মাদিনা মাদিনা মাদিনা মাদিনা (২)

Leave a Comment