Kumari Meghdol lyrics

Title:Kumari
Band:Meghdol

Kumari Meghdol lyrics

কুমারী, উত্তর দাও তুমি
যে বাক্য অশ্রুত অন্ধকার
আমার হৃদয় প্রবল ঝোঁকে
চাপ দেয় তোমার হৃদয়ে
যদি কখনো দেখি
রুপান্তরে তোমার অস্থিরতা
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি
কুমারী, বন্ধ চোখে ভাবো
আকাশ তোমার আঁচল
কুমারী, বন্ধ চোখে ভাবো
আকাশ তোমার আঁচল
তোমার চোখের নদীতে
বৃষ্টির যত গান
নীরবতার অপর পাড়ে মুখর কলতান
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি
কুমারী, উত্তর দাও তুমি
যে বাক্য অশ্রুত অন্ধকার
আমার হৃদয় প্রবল ঝোঁকে
চাপ দেয় তোমার হৃদয়ে
যদি কখনো দেখি
রুপান্তরে তোমার অস্থিরতা
তবে সেই অস্থিরতায়
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি
আমি তোমাকে প্রেমের আগে
তোমার প্রেমকে ভালোবাসি

Leave a Comment