Kromosho lyrics

Kromosho song lyrics By warfaze

শিরোনামঃKROMOSHO
ব্যান্ডঃওয়ারফেইজ
অ্যালবামঃজীবনধারা
 
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয় স্বপ্ন
কালবৈশাখী ঝড় আর নেকড়ের গর্জনে
ভেঙ্গে যায় ঘুম
অকারণ দুঃস্বপ্নে
সাজানো পৃথিবী যেন এলোমেলো জঞ্জাল
হায় হায় কোন দুনিয়ারে হায়
আসল আর মায়া বুঝা যে বড় দায়
ছায়া থেকে আলোর বন্যা যেথায়
বিশ্বাসে সবই মিলায়
সবটাই কেমন যেনো প্রবল বাস্তব
মায়ার খেয়ালীতে বাস্তবতা কায়াহীন
বাস্তবতা কেমন যেনো ধৃত স্বপ্ন
ঘুমের ভিতর ঘুম
স্বপ্নের মাঝে স্বপ্ন
হায় হায় কোন দুনিয়ারে হায়
আসল আর মায়া বোঝা যে বড় দায়
ছায়া থেকে আলোর বন্যা যেথায়
বিশ্বাসে সবই মিলায়
হায় হায় কোন দুনিয়ারে হায়
আসল আর মায়া বুঝা যে বড় দায়
ছায়া থেকে আলোর বন্যা যেথায়
বিশ্বাসে সবই মিলায়
হেয়
হেয়
বাস্তবতা শীতল গরম কিছু নয়
আবেগী কথার ভূষণে বহুরূপী
যুক্তি থেকে বিশ্বাস থেকে
বিশ্বাস থেকে যুক্তি
কে কার শিকড় হায়
কে কার ছায়া
হায় হায় কোন দুনিয়ারে হায়
আসল আর মায়া বুঝা যে বড় দায়
ছায়া থেকে আলোর বন্যা যেথায়
বিশ্বাসে সবই মিলায়
ভেঙ্গে দেয় ঘুম ভেঙ্গে দেয় স্বপ্ন
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
ভেঙ্গে দেয় ঘুম ভেঙ্গে দেয় স্বপ্ন
ভেঙ্গে যায় ঘুম অকারণ দুঃস্বপ্নে
ঘুমের ভিতর ঘুম
স্বপ্নের মাঝে স্বপ্ন… হুম
যুক্তি থেকে বিশ্বাস নাকি
বিশ্বাস থেকে যুক্তি আ… ওও

 

 

Leave a Comment