Title:Krodh
Band:Vikings
দূর কোনো পথে
আমার ছুটে ছুটে ছুটে পথ চলা
নীল কোনো সুরে
আমার গাইতে গাইতে গাইতে কথা বলা
দূর কোনো পথে
আমার ছুটে ছুটে ছুটে পথ চলা
নীল কোনো সুরে
আমার গাইতে গাইতে গাইতে কথা বলা
আর বুঝি এই পথের শেষ হবে না কোনো দিন
আর বুঝি গানের সুর কাটবে না কোনোদিন
আর বুঝি এই পথের শেষ হবে না কোনো দিন
আর বুঝি গানের সুর কাটবে না কোনোদিন
দূর কোনো পথে
আমার ছুটে ছুটে ছুটে পথ চলা
নীল কোনো সুরে
আমার গাইতে গাইতে গাইতে কথা বলা
আর বুঝি এই পথের শেষ হবে না কোনো দিন
আর বুঝি গানের সুর কাটবে না কোনোদিন
আর বুঝি এই পথের শেষ হবে না কোনো দিন
আর বুঝি গানের সুর কাটবে না কোনোদিন
দূর কোনো পথে
আমার ছুটে ছুটে ছুটে পথ চলা
নীল কোনো সুরে
আমার গাইতে গাইতে গাইতে কথা বলা
ফাগুনের বুকে ফুলে ফেঁপে ওঠা সেই ভেজা মাটির গন্ধ
আঁধারের গান গাইতে গাইতে পথ হারায় এক অন্ধ
শিশিরের দল ঘাস থেকে ঘাসে বাতাসের সাথে উড়ে
আমি একা বসে শান্ত মেঝেতে শ্বাস নিই বুক জুড়ে
ফাগুনের বুকে ফুলে ফেঁপে ওঠা সেই ভেজা মাটির গন্ধ
আঁধারের গান গাইতে গাইতে পথ হারাই এক অন্ধ
শিশিরের দল ঘাস থেকে ঘাসে বাতাসের সাথে উড়ে
আমি একা বসে শান্ত মেঝেতে শ্বাস নিই বুক জুড়ে
ও ও ও…