Koto Dur Lyrics

Koto Dur Lyrics

ঐ দূরের আকাশ আজ রঙিন হলো

বদলে যাওয়ার নিয়মে

তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো

সঙ্গী করে তোমাকে

দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি

উড়তে থাকা মিছিলে

আর দেখছি তোমায় দু’চোখ জুড়ে

বন্দী তোমার মায়াতে

কতদূর, কতপথ একা একা ছুটে যাওয়া

দিন শেষে পথের বাঁকে

অবাক হয়ে খুঁজে পাওয়া তোমাকে

Koto Dur Lyrics,

ঘুম ভেঙ্গে ওঠা ভোরের উদাস হাওয়া

চোখ মেলে তাকিয়ে

ডানা মেলে ওড়া স্মৃতির ঘরে ফেরা

তোমায় জুড়ে হারিয়ে

অনেক অবুঝ চাওয়া তোমায় ফিরে পাওয়া

আঁধার কোথায় পালিয়ে

মনের গহীন দ্বারে সময় কড়া নাড়ে

Koto Dur Lyrics,Join Our Facebook Page

Koto Dur Lyrics,Hisheber Ovishap  Lyrics

Uddessho Nei Lyrics,

ঐ দূরের আকাশ আজ রঙিন হলো লিরিক্স,

বদলে যাওয়ার নিয়মে লিরিক্স,

তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো লিরিক্স,

আছো তুমি পাশে দাঁড়িয়ে লিরিক্স,

Leave a Comment