Kopale Aaj Valobasar Jor Lyrics
(কপালে আজ ভালোবাসার জ্বর) Nachiketa | Kaushiki
Kopale Aaj Valobasar Jor Lyrics by Nachiketa :
Kopale Aaj Valobasar Jor Song Lyrics In Bengali :
হয়তো তুমি ভালো আছো,
কোন শহরে একলা বাঁচো,
সেই কবে, হারিয়ে যাওয়া ঘর।
মুঠো খুলে খুঁজো তাকে,
ফেলে আসা নামে ডাকে,
শোনা যায়, চেনা সে গলার স্বর।
অবুঝ কথার ভীড়ে,
এসেছি আবার ফিরে,
দেখো কপালে আজ ভালোবাসার জ্বর।
ছাপোষা এ ভালো থাকা,
জানলা গুলো খুলে রাখা,
দেখেছি সে পাতা ঝরা দেশ।
ধুলো জমে থাকা কাঁচে,
অসুখে না সুখে বাঁচে,
শুরু নেই তবুও হলো শেষ।
নিভে যাওয়া সেই আলো,
আগলে রেখে জ্বালো,
যেন মুখর প্রেমে বেঁচে থাকার রেশ।
বেলাশেষে বসি যদি তার পাশে,
হেসে ওঠা দিনগুলো ফিরে আসে,
যেন কথার টানে ছন্দে বাঁধার দায়।
প্রিয় নামে সাড়া দিও যদি ডাকি,
অভিমানী ডালে বসা কোনো পাখি,
যেন আবার দেখা শেষের কবিতায়।
না বলা কথাগুলো শোনাতে চায়..
হয়তো তুমি ভালো আছো,
কোন শহরে একলা বাঁচো,
সেই কবে, হারিয়ে যাওয়া ঘর।
মুঠো খুলে খুঁজো তাকে,
ফেলে আসা নামে ডাকে,
শোনা যায়, চেনা সে গলার স্বর।
অবুঝ কথার ভীড়ে,
এসেছি আবার ফিরে,
দেখো কপালে আজ ভালোবাসার জ্বর।
কপালে আজ ভালোবাসার জ্বর লিরিক্স – শেষের গল্প :
Hoyto tumi bhalo acho
Kon shohore ekla bancho
Sei kobe hariye jaowa ghor
Mutho khule khujo take
Fele asha naame daake
Shona jaay chena se golar swar
Obuj kothar bhire, esechi abar phire
Dekho kopale aaj valobashar jwar