kon pirite barilo bondu lyrics কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

kon pirite barilo bondu lyrics

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেমনে রাখবি তোর মন

কেমনে রাখবি তোর মন

আমার আপন ঘরে বাধিরে বন্ধু

—- ছেড়ে যাইবা যদি

পাড়া পড়শী বাদী আমার

বাদী কাল ননদী

মরম জ্বালা সইতে নারি

দিবা নিশি কাঁদিরে বন্ধু

—- ছেড়ে যাইবা যদি

কারে কী বলিব আমি

নিজেই অপরাধী

কেঁদে কেঁদে চোখের জলে

কেঁদে কেঁদে চোখের জলে

বহাইলাম নদী রে বন্ধু

—- ছেড়ে যাইবা যদি

পাগল আব্দুল করিম বলে

হলো এ কী ব্যাধি

তুমি বিনে এ ভুবনে

তুমি বিনে এ ভুবনে

কে আছে আছে ঔষধি রে বন্ধু

Leave a Comment