Kolpona lyrics

                  Kolpona lyrics by Aurthohoin

Title:Kolpona
Band:Aurthohin

 
কল্পনাতে আমার বসত
কল্পনাতেই বাড়ি
কল্পনাতে ভালোবাসা
কল্পনাতেই আড়ি
কল্পনাতে গানের মেলা
কল্পনাতেই সুর
কল্পনাতে তোমার সাথে
চলে যাওয়া বহুদূর
কল্পনাকে সাথী করে
পথ যখন চলি
তোমার কথা ভেবে ভেবে
হারাই চেনা গলি
কল্পনাতেই
কল্পনাতেই
কল্পনাতে তোমায় গড়ি
কল্পনাতে জড়াই
কল্পনাতে তোমায় খুঁজে
কল্পনাতেই হারাই
কল্পনাতে ব্যাকুলতা
কল্পনাতেই পাওয়া
কল্পনাতে হাতড়ে মরে
দূরে দূরে সরে যাওয়া
কল্পনাতে হাতড়ে মরি
তোমার ভালোবাসা
কল্পনাতে তোমার কাছে
ফিরে ফিরে আসা
কল্পনাতেই
কল্পনাতেই
কল্পনাতেই
কল্পনাতেই
কল্পনাতেই
কল্পনাতেই
 

 

 

Leave a Comment