Koishor lyrics by Warfaze
শিরোনামঃকৈশর
ব্যান্ডঃওয়ারফেইজ
অ্যালবামঃওয়ারফেইজ
মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতির হারানো সেই সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায়, আবার ফিরে আসে
আবার ফিরে আসে
মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতির হারানো সেই সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায়, আবার ফিরে আসে
আবার ফিরে আসে
তুমি নেই, আজ তাই কত ব্যথা
সবই আছে শুধু তুমি ছাড়া
আমার এই জীবনে তুমি ছিলে
নেমে আসা রাতে সন্ধ্যাতারা
মনে পড়ে যায়, আবার ফিরে আসে
আবার ফিরে আসে
মনে পড়ে যায় আমার কৈশোর
ঘরের আলো যখন নিভে যাবে
আমিও যখন থাকবো না এ ঘরে
আবারও সেইখানে দেখা হবে
জীবনের ওপারে অন্যভাবে
মনে পড়ে যায়, আবারও ফিরে আসে
আবার ফিরে আসে
মনে পড়ে যায় আমার কৈশোর
স্মৃতির হারানো সেই সুর
আজও ভুলিনি সেই দিনগুলি
মনে পড়ে যায়, আবার ফিরে আসে
আবার ফিরে আসে
আবার ফিরে আসে
আবার ফিরে আসে