Kichu Kichu Kotha

Kichu Kichu Kotha

কিছু কিছু কথা বসে আছে ভিজে

মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে

ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে

মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে

 

আকাশ যখন গাইবে বলে..

আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান

বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,

অভিমান..

আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর

বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদুর,

বহুদুর..

 

কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে

ডাকনাম গুলো ভীষণই ছোঁয়াচে

মরে যাওয়া জমি ভিজে গেলে জলে

চারাগাছ গুলো কত কি যে বলে

 

তোমার এমনি আসা, এমনি যাওয়া,

এমনি হাজার ছল, সাজিয়েছো যেনো

তোমার এমনি খেলা, খেয়াল খুশি,

করছে কোলাহল, থামেনি এখনো

 

চুপি চুপি দেয়াল জুড়ে, আঁকছি কতো

মন কেমনের খাতা

চুপি চুপি জানতে গেলাম নিরুদ্দেশে

মায়ার চাদর পাতা..

 

আ.. কিছু কিছু কথা বসে আছে ভিজে

মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে

ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে

মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে

 

আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান

বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,

অভিমান..

আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর

বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদুর,

বহুদুর..

 

 

Leave a Comment