Ki Tomar Naam Lyrics
কি তোমার নাম লিরিক্স
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও
নিজের মতোই হঠাৎ, দেখা দাও
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম
কেন আবেগ মাখো অবিরাম,
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,

তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম
কেন আবেগ মাখো অবিরাম …
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও