Ki Kori Lyrics
কি করি
নিজেকে হারিয়ে বসে আছি
তোর পথে,
মনকে বোঝাতে পারিনা আজ
কোনভাবে
আমি যেন আজ দিকভ্রান্ত,
ভাবনারা কেন খুব ক্লান্ত
জানিনা
কি করি কোথায় যাই
উত্তর খুঁজে না পাই
ছোঁয়া যাবে না জেনেও হাতটা বাড়াই
আমি যেন আজ অন্য কেও
স্বপ্নের সমুদ্দুর অচেনা ঢেউ,
গোধুলির শেষ আলো,
মুখোমুখি,
মনে ছিল যত স্বপ্ন তোর,
ঘিরে আসে সব অচেনা ভোর
নতুন দিলের শুরু
বহুদূর
আমি যেন আজ দিকভান্ত্র,
ভাবনারা কেন খুব ক্লান্ত
জানিনা
কি করি কোথায় যাই
উত্তর খুঁজে না পাই,
ছোঁয়া যাবে না জেনেও
Ki Kori Lyrics,Join Our Facebook Page
Ki Kori Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স
কি করি লিরিক্স,
নিজেকে হারিয়ে বসে আছি লিরিক্স,
তোর পথে লিরিক্স,
মনকে বোঝাতে পারিনা আজ লিরিক্স,
কোনভাবে লিরিক্স,
আমি যেন আজ দিকভ্রান্ত,
ভাবনারা কেন খুব ক্লান্ত লিরিক্স,
জানিনা লিরিক্স,
হাতটা বাড়াই লিরিক্স,