Khela lyrics

Title:Khela
Band:Shohojia

Khela lyrics

সারাদিন খেলা
কেটে যায় বেলা
সারা রাত মেলা
হাঁটছি একেলা
সারাদিন খেলা
কেটে যায় বেলা
সারা রাত মেলা
হাঁটছি একেলা
বুঝি না পাপ কিসে, বুঝি না পূণ্য
বুঝি না পাপ কিসে, বুঝি না পূণ্য
সারাদিন বসে বসে গুণিতেছি শুণ্য
সারাদিন বসে বসে গুণিতেছি শুণ্য
বুঝি না পাপ আমি, বুঝি না পূণ্য
সারাদিন বসে বসে…
কিছুই রাখে না
কিছুই ডাকেনা
কিছুই খুঁজি না
কেন বুঝি না
কিছুই রাখে না
কিছুই ডাকেনা
কিছুই খুঁজি না
কেন বুঝি না
ছুঁয়ে ছুঁয়ে দেখি তাই সত্যি না অন্য
ছুঁয়ে ছুঁয়ে দেখি তাই সত্যি না অন্য
সারাদিন বসে বসে গুণিতেছি শুণ্য
বুঝি না পাপ আমি বুঝি না পূণ্য
সারাদিন বসে বসে…
আমি কি একেলা
তুমি তো বলো না
চোখের ছলনা
দৃষ্টি বোঝে না
আমি কি একেলা
তুমি তো বলো না
চোখের ছলনা
দৃষ্টি বোঝে না
তুমি আছ আমি আছি একসাথে ভিন্ন
তুমি আছ আমি আছি একসাথে ভিন্ন
সারাদিন বসে বসে গুণিতেছি শুণ্য
বুঝি না পাপ আমি বুঝি না পূণ্য
সারাদিন খেলা
কেটে যায় বেলা
সারা রাত মেলা
হাঁটছি একেলা
বুঝি না পাপ কিসে, বুঝি না পূণ্য
সারাদিন বসে বসে গুণিতেছি শুণ্য
বুঝি না পাপ আমি বুঝি না পূণ্য
সারাদিন বসে বসে…

Leave a Comment