Khata Pencil lyrics

Khata Pencil
Anjan Dutt

 
ছিল সবুজ রঙের আকাশ আমার এক
ছিল হলুদ রঙের কত গাঙচিল
ছিল নীল রঙের কোকিল, লাল রঙের কাক
গেল কোথায়, গেল কোথায় পেনসিল
রঙ পেনসিল
ছিল হিজিবিজি আঁকার একটা খাতা
ছিল পালিয়ে যাবার রাস্তা পাতায় পাতায়
ছিল সবুজ রঙের আকাশ আমার এক
খুলে যেত মনের মাথার যাবতীয় খিল
আমার ছেলেবেলার রঙ পেনসিল
আজ সবই ক্রমশই ঘোলাটে
আজ যায় না দেওয়া ইচ্ছে মতো রঙ
আমার সত্যি কথার যন্ত্রণার জগতে
নেই মিথ্যে তুলে দেবার পেনসিল
রঙ পেনসিল
তবু যখন হয়ে যাবে সব সাদা
সাদা চাদর, সাদা ফুল, সাদা খই
তখন অন্য কোনো ঘরে, অন্য পাড়ায়
জানি আছে কারও হাতে রঙ পেনসিল
 

 

Leave a Comment