Keu Nei Eka Song lyrics By warfaze
Title:Keu Nei Eka
Band:warfaze
Album:Obaak Bholobasha
Album:Obaak Bholobasha
কেউ নেই একা
ঘুমিয়ে নিশ্চুপ শহর
গভীর কালো আকাশ পটে
সাথীহারা একরাশ সাদা মেঘ
চুপ দাঁড়িয়ে আমার সাথী
মুগ্ধ জেগে রয়
ঐ আকাশের তারা
যেন কালো পর্দায়
বোনা নকশী কাঁথা
পূর্নিমায় আলোয় গাছের ছায়ায় বসে
ভাবছি আমার শুরু কোথায়
ভাবছি আমার শেষ কোথায়
ভাবছি আমার শুরু কোথায়
ভাবছি আমার ঠিকানা কোথায়
কেউ নেই একা
ঘুমিয়ে নিশ্চুপ শহর
গভীর কালো আকাশ পটে
সাথীহারা একরাশ সাদা মেঘ
চুপ দাঁড়িয়ে আমার সাথী