Title:Ke Jaane Ke Bojhe
Band:Nemesis
Band:Nemesis
Ke Jaane Ke Bojhe lyrics
এই রাত অন্ধকার, দৃষ্টির অবিচার
কত পরিচয়, মিথ্যে অভিনয়
কার কথা উপকার, আছে তার অধিকার
ভেঙ্গেচুরে একাকার, হাসিমুখে অত্যাচার
কে জানে?
যাত্রায় দাঁড়িয়ে মন যায় হারিয়ে
অদৃশ্য যাও ছড়িয়ে, কথা যায় জড়িয়ে
মিথ্যে আশা দিয়ে, কতকিছু বুঝিয়ে
দেবে আগুন নিভিয়ে অন্ধকারে লুকিয়ে
কে বোঝে?
আমার প্রশ্নগুলো কি তুমি শুনতে পারোনি?
তোমার কত পরিচয়, আর কত অভিনয়
কতদিন ধরে রবো এই শূন্যতায়?
কতদিন ধরে রবো এ অপেক্ষায়?
কার খোঁজে কাকে পায়
আছে তার কি উপায়?
বন্ধ দরজার পেছনে অসহায়
কে জানে, কে বোঝে?
কে শোনে, কে খোঁজে?
আমার প্রশ্নগুলো কি তুমি শুনতে পারোনি
তোমার কত পরিচয়, আর কত অভিনয়
কতদিন ধরে রবো এই শূন্যতায়?
কতদিন ধরে রবো এ অপেক্ষায়?
আমার প্রশ্নগুলো কি তুমি শুনতে পারোনি
তোমার কত পরিচয়, আর কত অভিনয়
কতদিন ধরে রবো এই শূন্যতায়?
কতদিন ধরে রবো এ অপেক্ষায়?