Kalo Meyer Payer Tolay lyrics

Kalo Meyer Payer Tolay lyrics

কালো মেয়ের পায়ের তলায় লিরিক্স

 

কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।

(তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।।

কালো মায়ের আঁধার কোলে

শিশু রবি শশী দোলে

(মায়ের) একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল–গগন।।

পাগলী মেয়ে এলোকেশী নিশীথিনীর দুলিয়ে কেশ

নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রে তার নাই কো শেষ।

সিন্ধুতে মা’র বিন্দুখানিক

ঠিকরে পড়ে রূপের মানিক

বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্–বসন।।

 

Kalo Meyer Payer Tolay lyrics,ব্যবসার পরিস্থিতি গানের লিরিক্স

কালো মেয়ের পায়ের তলায় লিরিক্স,

Kalo Meyer Payer Tolay lyric,

কালো মেয়ের পায়ের তলায় Lyrics,

Kalo Meyer Payer lyrics,
কালো মেয়ের পায়ের লিরিক্স,
Kalo Meyer Payer Tolay ,
কালো মেয়ের পায়ের তলায় 

Leave a Comment