খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন লিরিক্স
Kajur gache hari bade mon lyrics
খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন
হাঁড়ি বাঁধো মন
খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন
ও গাছে জোয়ার আসিলে
ও গাছ কাটো কুশলে
কোনার দড়ি ছিঁড়ে যেন পড়োনা তলে
কত গ্যাছো গ্যাছে মরা
নীচে পড়ে হয় মরন হয় মরন
প্রথমে গাছ কাটিতে জানি
ও ভাই লাউ তারে চিনি
সুজন গাছে বাঁধালে হাঁড়ি
মিলবে আসল চিনি
রসিক বুঝে রসের মর্ম
অরসিক বুঝে না তার আস্বাদন