Kada Lyrics

Kada Lyrics

বিশ্বাস যখন বন্ধুর আড়াল

স্বার্থ তখন মুখ্য মাতাল

অসমাপ্ত কবিতা

ভাবনা যখন অন্ধকারে

আলোর ডাকে ভাষা খোঁজে

চেনা তখন অচেনা

আমন্ত্রণ প্রথম তোমার

উত্থান হয়তো আমার

বিসর্জন দ্বিতীয় আমার

Kada Lyrics,

বিচ্ছেদ তোমার আমার

কালো সূতায় জোড়া হয়ে

অভিনয়ের মোমে পুড়ি

অভিন গ্রহের উৎসব শিখে

আপন গ্রহ ভুলে গেছি

কোথায় তুমি, কোথায় আমি

বিশ্বাস যখন তর্ক ছবি

বাসনা বিমূর্ত হবি, অহমী

অর্থভরে ব্যর্থ হবি

Kada Lyrics,Join Our Facebook Page

Kada Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

বিশ্বাস যখন বন্ধুর আড়াল লিরিক্স,

স্বার্থ তখন মুখ্য মাতাল লিরিক্স,

অসমাপ্ত কবিতা লিরিক্স,

ভাবনা যখন অন্ধকারে লিরিক্স,

আলোর ডাকে ভাষা খোঁজে লিরিক্স,

নিজেকে তুই আর কতো কাঁদাবি লিরিক্স,

বিশ্বাস কেনো হারাবি লিরিক্স,

Leave a Comment