জলে যাইও না গো রাই লিরিক্স | Jole jaieo na go lyrics

জলে যাইও না গো রাই লিরিক্স

Jole jaieo na go lyrics

 

জলে যাইও না গো রাই

জলে যাইও না গো রাই

আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই

মায়ে পিন্দইন যেমন তেমন ভইনে পিন্দইন শাড়ি

শ্রীমতি রাধিকার পিন্দইন কৃষ্ণানীলাম্বরী।

ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী রাই

কালার লাগি হইছইন পাগল, কমলিনী রাই।।

________________________________________

বিকৃত রূপ :-

জলে যাইও না গো রাই

আজ কালিয়ার জলে যাওয়ার

জাতের বিচার নাই।।

ভঙ্গি করি দাঁড়ায় আছেন

বিনোদ-কানাই

যৌবত নারী দেখলে পরে

আঁড় নয়নে চাই

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শাম রাই

শাম রাই, ভোমরায়

ঘুইরা ঘুইরা মধু খায় ।।

নিত্তি নিত্তি ফুল বাগানে

ভ্রমর আইসা মধু খায়

আয় গো ললিতা সখি

আবার দেখি পুনরায়।।

মুখে হাসি হাতে বাশিঁ

বাজায় বা বন্ধুয়ায়

চাদ বদনে প্রেমের রেখা

কি বা শোভা দেখা যায় ।।

ভাইবে রাধারমণ বলে

পাইলাম না রে হায় রে হায়

পাইতাম যদি প্রান বন্ধুরে

রাখতাম রে পিঞ্জিরায়।।

Leave a Comment