Jokhon Porbe Na Mor Lyrics |Jokhon porbe na mor|

Jokhon Porbe Na Mor Lyrics :

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,

আমি বাইব না

আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে,

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।

চুকিয়ে দেব বেচা কেনা,

মিটিয়ে দেব গো,

মিটিয়ে দেব লেনা দেনা,

বন্ধ হবে আনাগোনা এই হাটে ।

তখন আমায় নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাই বা আমায় ডাকলে ।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।

যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,

কাঁটালতা,

কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,

যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়

ফুলের বাগান,

ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,

শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়

তখন আমায় নাই বা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে ।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।

তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে,

কাটবে দিন কাটবে,

কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,

এমনি করে বাজবে বাঁশি এই নাটে

ঘাটে ঘাটে খেয়ার তরী

এমনি, এমনি সে দিন উঠবে ভরি-

চরবে গোরু খেলবে রাখাল ঐ মাঠে ।

তখন আমায় নাই বা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি

সকল খেলায়,

সকল খেলায় করব খেলা এই আমি – আহা,

কে বলে গো সেই প্রভাতে নেই আমি ।

নতুন নামে ডাকবে মোরে বাঁধবে,

বাঁধবে নতুন বাহু-ডোরে,

আসব যাব চিরদিনের সেই আমি ।

তখন আমায় নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাই বা আমায় ডাকলে ।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।

Jokhon porbe na mor

payer chinho ei batey

Ami baibo na – Ami baibo na

mor kheya tori ei ghatey.. go

Jokhon porbe na mor payer chinho ei batey

Chukiye debo becha kena mitiye debo go

mitiye debo lena dena

Bondho hobey ana-gona ei hatey

Tokhon amay naiba mone raakhle

Tarar paane chheye chheye

 naiba amay dakley

Jokhon jombe dhula taanpuratar targulay

kantalota uthbe ghorer dwaar gulay aha

Jombe dhula taanpuratar targulay

Fuler baagan..

ghono ghasher porbe sojja bonobasher

Sheyola ese ghirebey dighir dhargulay

Tokhon amay naiba money rakhle

Tarar paane chheye chheye

 naiba amay dakley

Tokhon emni korei bajbe banshi ei natey

Katbey din katbe

Katbey go din aajo jemon din katey aha

Emni korei bajbe banshi ei natey

Ghatey ghatey kheyar tori emni

emni shedin uthbey bhori

chorbey goru, khelbe rakhal ei mathay

Tokhon amay naiba money rakhle

Tarar paane chheye chheye

 naiba amay dakley

Leave a Comment