Jodi Konodin lyrics

Jodi Konodin lyrics by Aurthohin

 

Title:Jodi Konodin
Band:Aurthohin
যদি কোনো দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে
আকাশের তারা হয়ে দেবো তোমায় আলো
যখন চারিদিক অমাবস্যায় কালো
যদি মনের দু’চোখ বেয়ে আসে চোখের জল
মুছে দেবো শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কোনো এক সকালে কোনো দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মুহূর্তে
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে
আসবো ফিরে
তোমার কাছে
চোখের ঐ জল
মুছে দিতে

Leave a Comment