Jibono Moroner Shimana Charaye Song Lyrics | জীবন মরণের সীমানা ছাড়ায়ে লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত

Jibono Moroner Shimana Charaye Song Lyrics  :

জীবন মরণের সীমানা ছাড়ায়ে

বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে,

জীবন মরণের সীমানা ছাড়ায়ে

বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে,

জীবন মরণের।

এ মোর হৃদয়ের বিজন আকাশে

তোমার মহাসন আলোতে ঢাকা সে,

এ মোর হৃদয়ের বিজন আকাশে

তোমার মহাসন আলোতে ঢাকা সে,

গভীর কী আশায় নিবিড় পুলকে

তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে,

জীবন মরণের।

নীরব নিশি তব চরণ নিছায়ে

আঁধার কেশভার দিয়েছে বিছায়ে,

নীরব নিশি তব চরণ নিছায়ে

আঁধার কেশভার দিয়েছে বিছায়ে,

আজি এ কোন গান নিখিল প্লাবিয়া

তোমার বীণা হতে আসিল নামিয়া,

আজি এ কোন গান নিখিল প্লাবিয়া

তোমার বীণা হতে আসিল নামিয়া,

ভুবন মিলে যায় সুরের রণনে

গানের বেদনায় যাই যে হারায়ে,

জীবন মরণের সীমানা ছাড়ায়ে

বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে,

জীবন মরণের।

জীবন মরণের সীমানা ছাড়ায়ে লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত :

Jibono Moroner Simana Charaye

Bondhu hey amar royecho daraye

E mor hridoyer bijono akashe

Tomar mohason aalote dhaka se

Gobhiro ki ashay nibiro puloke

Taharo paane chai du bahu baraye

Jibono Moroner

Nirobo nishi tobo choron bichaye

Andhar keshbhar diyeche bichaye

Aaji e kon gaan nikhil plabiya

Tomar bina hote asilo namiya

Bhubon mile jaay surer ronone

Gaaner bedonay jai je haraye

Jibana Maroner Shimana Charaye

Bondhu hey amar royecho daraye

Leave a Comment