Jibon Dhara lyrics

Jibon Dhara Song lyrics by Warfaze

Title:Jibon Dhara
Band:warfaze
Album:Jibon Dhara
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া।
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া।
অস হায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একিভাবে কারো নেই যে কিছু করার।
অস হায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একিভাবে কারো নেই যে কিছু করার।
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া। (২)
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একিভাবে কারো নেই যে কিছু করার।
কত আশাকে বারেবারে
বেঁধেছে বুকে এই দেশেরই মানুষ
শত বাধাকে ভেঙেচুড়ে
মুক্তির নিশানটাকে
সামনে তুলে ধরে বারেবার
বারেবার এগিয়ে গেছে তারা।
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া।
শত ছলনা প্রলোভনে
ভুলেছে মন এই দেশেরই মানুষের
কবে জনতা এক হবে
মৃত্যুর শপথ নিয়ে
নতন সমাজ গড়ে আরেকবার
আরেকবার এগিয়ে যাবে তারা।
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া। (২)
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অসহায় কিছু দ্বন্দ্ব যা নেই কোনো দরকার
লক্ষহীন ভবিষ্যৎ সামনে শুধুই অন্ধকার
একিভাবে কেটে যাবে কারো নেই যে কিছু করার।
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কতকিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একিভাবে কারো নেই যে কিছু করার।

Leave a Comment