Title:Jao Chhere Chole
Band:Moheener Ghoraguli
Band:Moheener Ghoraguli
Jao Chhere Chole lyrics
যাও ছেড়ে চলে ভাবনা আমার
চাইনা কাছে পেতে তোমাকে আর
কেন আসো ফিরে বারে বারে রাত গভীরে
না পারি যেতে স্বপ্নে ভেসে চলে দূরে
হল যে রাত অনেক কেন আছি তবু জেগে
কাটে কত রাত এভাবে
না যে পারি সামলাতে নির্ঘুম রাতকে
যায় দিন রাত্রি হয়ে যায় যে কত কী তা জানিনা
নেই সময় তোমার, নেই সময় আমার এত ভাবনার
যাব যে কোন পথে কে আজ আমায় বলে দেবে
যাও ছেড়ে চলে ভাবনা আমার
চাইনা কাছে পেতে তোমাকে আর
কেন আসো ফিরে বারে বারে রাত গভীরে
না পারি যেতে স্বপ্নে ভেসে চলে দূরে
হল যে রাত অনেক কেন আছি তবু জেগে