Title:Janala
Band:Nemesis
Band:Nemesis
Janala lyrics
ডানে হাত দেখিয়ে বামে মোড়
আস্তে হাঁটতে গিয়ে দেয় দৌড়
হালকা শরীর তবু কত জোর
পকেট ফাঁকা তবে মহাচোর
বন্ধ ঘরের খোলা জানালা
বন্ধ ঘরের খোলা জানালা
শুয়ে থেকে তাও থাকি দাঁড়িয়ে
হাত দুটো বাঁধা তাও দেই বাড়িয়ে
বসে বসে সব যাই ছাড়িয়ে
সবকিছু পেয়েও যায় হারিয়ে
বন্ধ ঘরের খোলা জানালা
বন্ধ ঘরের খোলা জানালা
সময় যে আজ থেমে আছে
দূরের তারা কত কাছে
বন্ধ ঘরের খোলা জানালা
বন্ধ ঘরের
জানালা
জানালা
বন্ধ ঘরের খোলা জানালা
বন্ধ ঘরের খোলা জানালা