Har Kala lyrics by Avoidrafa
Title: Har Kala
Band: AvoidRafa
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে
ও মনো রে হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ
জনম বাকাঁ চাদঁ রে
তার চাইতে অধিক বাকাঁ হায় হায়
যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে
মনো রে কূল বাকাঁ গাঙ বাকাঁ
বাকাঁ গাঙের পানি রে
সকল বাকাঁয় বায়লাম নৌকা
হায় হায় তবু বাকাঁ রে না জানি দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে
মনো রে হাড় হইলো জড়োজড়ো
আমার অন্তর হইল পোড়া রে
পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায়
নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসে
আমার হাড় কালা করলাম রে
আরে আমার দেহ কালার লাইগারে
ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে
Similar Posts:
- Bangladesher Nam lyrics
- Koshto lyrics
- Economic Hitman lyrics
- Ondho Jibon lyrics
- Bhaar lyrics
- E Shundor Prithibi lyrics
- Odbhuture Tumi lyrics
- Shopno Dekhar Gaan lyrics
- Tui Nei Tai lyrics
- Liberty lyrics