Guti (The Finla) lyrics by Aurthohin
Title:Guti
Band:Aurthohin
অন্ধকারের শেষে আলো দেখার আশায়
চোখ বুজে স্বপ্ন দেখার চেষ্টা কি তোমার?
মাঝরাতে ঘুমের মাঝে দুঃস্বপ্নের চিৎকার
লাগছে কেমন হতে আমার সাফল্যের শিকার?
চেয়েছিলে আঁকতে আল্পনা আমার রক্তে
ছুঁতে ওই নীল আকাশ আমায় ছুঁড়ে ফেলে অন্ধকারে
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে করবে সবাইকে বশ
তোমার অস্তিত্ব মোর পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে
তোমার শেষ গুটির চালটা হয়ে গেলো কেমন যেন
স্বপ্ন আর বাস্তবতার মাঝে কি মস্ত ফাটল
তোমার যত অভিনয় আর সস্তা কান্না
শুনিও তোমার বিবেকটাকে সামনে ধরে আয়না
চেয়েছিলে আঁকতে আল্পনা আমার রক্তে
ছুঁতে ওই নীল আকাশ আমায় ছুঁড়ে ফেলে অন্ধকারে
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে করবে সবাইকে বশ
তোমার অস্তিত্ব মোর পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে
ভেবেছিলে সবকিছু হবে সহজ
গুটির চালে করবে সবাইকে বশ
তোমার অস্তিত্ব মোর পায়ের নীচে
খেলার শেষটা হবে আজ এখানে