Title:Ghungur
Band:Joler Gaan
Band:Joler Gaan
ঘুঙ্গুর… রুমঝুম… ঘুঙ্গুর… রুমঝুম
ঘুঙ্গুর… রুমঝুম… রুমঝুম… রুমঝুম… রুমঝুম
তুমি ঘুঙ্গুর পরিয়া-
তুমি ঘুঙ্গুর পরিয়া নাচো -আমার গায়,
তুমি ঘুঙ্গুর পরিয়া!
কে বা দোষী? নাচে যে জন?
নাকি যে জন নাচায়?
ঘুঙ্গুর পরিয়া নাচো- আমার গায়
চেনে যে জন কাঁচা সোনা।
সেই কানা চান তো মন বোঝেনা!
রসিক যে জন- রসে ডুবে,
ফুলের ঘরে তার আনাগোনা!
ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায়
কেউ একলা রাতে কেউ দোকলা সাথে,
জোছনা চুরি করে জোনাক জ্বালায়।
অসুখ যেজন- সুখের খোঁজে,
আনন্দবাজারে তার আনাগোনা!
ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায়
কেউ বা রাজা কেউ ভিখারি সাজে,
মুখটা আড়াল করে মুখোশ বানায়!
গাতক যে জন- চাতক রূপে
মেঘের সনে তার চেনাশোনা!
ঘুঙ্গুর পরিয়া নাচো আমার গায়