Ghor  Lyrics

Ghor  Lyrics

এই যে এমন লাগে

কেমন যেন ওলট পালট

একে কি ভাল লাগা, না ভালোবাসা বলে?

এটা শুধু কি আমারই হয়?

নাকি তোরও এমনি হয়?

ছেলেমানুষি এ কোন, যে মন মধ্যে লাগে?

সারাক্ষণ কেন ইচ্ছেমতন

তোর সাথে যদি একটু থাকি

অগোছালো তোর সমস্তটাই

নিজের মধ্যে রাখি

একি ঘোর, একি ঘোর মধ্যে থাকি

আমি তোর, আমি তোর মধ্যে থাকি…

চাঁদ ছুঁয়ে পড়া আলোতে

থাকিস মন্দ ভালোতে

হয়ে আসে অবসন্ন, মন কেন তোর জন্য?

কবিতায় ভরা অলস দিন

Ghor  Lyrics,

উপমায় রাত অন্তহীন

চোখ বুজলেই তোকে, চিত্রকল্পে আঁকি

সারাক্ষণ কেন ইচ্ছেমতন

তোর সাথে যদি একটু থাকি

অগোছালো তোর সমস্তটাই

নিজের মধ্যে রাখি

একি ঘোর, একি ঘোর মধ্যে থাকি

Ghor  Lyrics,Join Our Facebook Page

Ghor  Lyrics,Protipokhkho Lyrics

এই যে এমন লাগে লিরিক্স,

কেমন যেন ওলট পালট লিরিক্স,

একে কি ভাল লাগা, না ভালোবাসা বলে লিরিক্স,

এটা শুধু কি আমারই হয় লিরিক্স,

নাকি তোরও এমনি হয় লিরিক্স,

আমি তোর, আমি তোর মধ্যে থাকি লিরিক্স,

Leave a Comment