Firey Esho lyrics

Firey Esho lyrics by Conclusion

Firey Esho lyrics

Title:Firey Esho
Band:Conclusion
তুমি, স্মৃতির আড়ালে
আবারো জেগে উঠে
বিষণ্ণ দীপ্তে আলো ছড়াও
মায়ার কোমল স্পর্শে মৌনতা বাড়াও
স্নেহের পরশে মাথায় হাত বুলিয়ে বলো
আলোকিত হওয়ার ক্ষণ আসবে এবার
সামনে চলো
আলোকিত হওয়ার ক্ষণ আসবে এবার
সামনে চলো
তুমি, স্মৃতির আড়ালে
আবারও জেগে ওঠো
তুমি স্মৃতির আড়ালে আবারও
ফিরে এসো
আলোকিত হওয়ার ক্ষণ আসবে এবার
সামনে চলো
আলোকিত হওয়ার ক্ষণ আসবে এবার
সামনে চলো
আলোকিত হওয়ার ক্ষণ আসবে এবার
সামনে চলো
আলোকিত হওয়ার ক্ষণ আসবে এবার
সামনে চলো
ফিরে এসো (ফিরে এসো)
ফিরে এসো (ফিরে এসো)
ফিরে এসো (ফিরে এসো)
ফিরে এসো
স্নেহের পরশে মাথায় হাত বুলিয়ে বলো

Leave a Comment