Ferari Mon lyrics

Ferari Mon lyrics by LRB

Title:Ferari Mon
Band:LRB
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারেবার
কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি
ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারেবার
যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি
ফিরে আসি বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারেবার
ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারেবার

Leave a Comment