Fande poriea boga kande lyrics | ফান্দে পড়িয়া বগা কান্দে রে

Fande poriea boga kande lyrics

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

ফাঁদ বসাইছে ফান্দি রে ভাই পুঁটি মাছো দিয়া

ওরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াল দিয়া রে।।

ফান্দে পড়িয়া বগা করে টানাটুনা

ওরে আহারে কুংকুরার সুতা, হল লোহার গুনারে।।

ফান্দে পড়িয়া বগা করে হায়রে হায়

ওরে আহারে দারুন বিধি সাথী ছাইড়া যায় রে।।

আর বগা আহার করে ধল্লা নদীর পারেরে।।

উড়িয়া যায় চখুয়ার পঙ্খী বগীক বলে ঠারে

ওরে তোমার বগা বন্দী হইছে ধল্লা নদীর পারে রে।।

এই কথা শুনিয়া রে বগী দুই পাখা মেলিল

ওরে ধল্লা নদীর পারে যাইয়া দরশন দিল রে।।

বগাক্ দেখিয়া বগিক কান্দে রে

বগীক্ দেখিয়া বগা কান্দেরে।।

ফুলগাছটি লাগই ছিলাম ধুলা মাটি দিয়া রে,

সে ফুল ফুটিয়া রইলো অগম দইরার মাঝারে।

গাছে আইল বড় আম, ছ আনা সাত আনা দাম

বড় আম বড় মিঠা লাগে রে,

বাঁকুড়া বাজারে লাজ লাগে রে।

আম গাছে আম নাই, কুটা কেন লাড় রে

তুমার দেশে আমি নাই আঁখি কেন ঠার রে ?

কদমতলে মোহনচূড়া, দাঁড়ায় আছে নবীন ছুড়া

ওরে ছুড়া মোদের পাড়ায় যাবি লো

গাঁথে দিব বিনি সুতোর মালা।

সরপে সরপে যাব বাছে বাছে টুপা লিব

সেই টুপায় চালভাজা খাব রে,

সফল জনম আর কি পাব ?

ফুলগাছটি লাগই ছিলাম ধুলা মাটি দিয়া রে,

সে ফুল ফুটিয়া রইলো অগম দইরার মাঝারে।।

Leave a Comment