Ekhono lyrics by Black
Ekhono lyrics
Title:Ekhono
Band:Black
Band:Black
আমার এই আঁধার আমার কবিতা
সময়ের পাতায় যা লিখে চলি
ছিল সবই তোমার, আছে আজও তোমার
আঁধারের নির্জনতায়!
এই নিঝুম রাতে একা আমি,
জানালার পাশে দাঁড়িয়ে।
চিৎকার করে বলতে চাই তোমায় আমি,
ভালোবাসি. শুধু তোমায় ভালোবাসি!
এখনও শুধু তোমায় ভালবাসি।
আমার এই ভোরের আলোয় ছুটে চলা
শুধুই কল্পনায় ছুঁতে চাওয়া
তুমি রাতের আঁধার ঘিরে এলে
তুমি আমার ভোরের আলোয় পাওয়া,
অন্তহীন এ পথে।
এই ভোরের স্তব্ধতা ভেঙ্গে দিয়ে
লাল আকাশে চির ধরিয়ে
চিৎকার করে বলতে চাই তোমায় আমি,
ভালোবাসি. শুধু তোমায় ভালোবাসি।
এখনও শুধু তোমায় ভালবাসি।।
Similar Posts:
- Black Mass Hysteria Lyrics
- Ayna Lyrics
- Baby’s in Black lyrics
- Black Leather lyrics
- Big Cheese lyrics
- Dream of Mirrors lyrics
- Black Swan Lyrics
- Eka lyrics
- The March of the Black Queen lyrics
- Black Curtains Lyrics