Ek Nodi Jamuna  Lyrics

Ek Nodi Jamuna  Lyrics

Piano Lyrics

আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না

এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা

পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না

পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা

দিনের আলোয় শুকিয়ে যাবে সে

হবে না তো এক নদী যমুনা(২)

টেনে নিয়ে বুকের কাছে,

ছুঁড়ে দেয় ধূলোর মাঝে (২)

ভালবাসার নিয়ম মানি না

তাইতো অশ্রু এখন আসে না

দিও না, দিও না, সান্ত্বনা

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা

দিনের আলোয় শুকিয়ে যাবে সে

হবে না তো এক নদী যমুনা(২)

ডুবেছিল মায়াজালে হৃদয়

সেই ক্ষত এখনো কথা কয়(২)

ভালবাসার নিয়ম মানি না

তাইতো অশ্রু এখন আসে না

দিও না, দিও না, সান্ত্বনা

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা

দিনের আলোয় শুকিয়ে যাবে সে

Ek Nodi Jamuna  Lyrics,Join Our Facebook Page

Ek Nodi Jamuna  Lyrics,Melay Jaire  Lyrics

Piano Lyrics,

আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না লিরিক্স,

এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা লিরিক্স,

পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না লিরিক্স,

হবে না তো এক নদী যমুনা লিরিক্স,

Leave a Comment