Ei Dhoronir Srestho Lyrics, এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত লিরিক্স

Ei Dhoronir Srestho Lyrics,

এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত লিরিক্স

ওগো মা তুমি

এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত

তোমারই পদতলে রয়েছে জান্নাত।।

এই পৃথিবী থাকতো ওগো

ফুল ও পাখি হীন

এই পৃথিবী থাকতো ওগো

মায়ামোহ হীন

যদি না পেত তোমার

মায়ারই হাত।।

কুরআনে আল্লাহ তায়ালা তারই পরে

মা- বাপের কথা দিলেন

তাদেরই প্রতি সদা এহসান তরে

এহসান তরে।।

তাদেরই খুশিতে যে

 আল্লাহর সন্তোষ

তাদেরই রাগেতে রব

 হয়যে অসন্তোষ

খোদারই রহম তারা

এ ধরার বারকাত।।

Abbu amar choker moni Lyrics আব্বু আমার চোখের মনি লিরিক্স

Ei Dhoronir Srestho,

এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত লিরিক্স,

ওগো মা তুমি লিরিক্স,

এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামাত লিরিক্স,

Leave a Comment