Duto Manush  Lyrics

Duto Manush  Lyrics

দু’টো মানুষ লিরিক্স

দু’টো মানুষ

একসাথে কত পথ চলা

হাতে হাত রেখে কথা বলা

কেন সব করে অবহেলা

কেন শেষমেষে এসে বিদায়

ফুলদানি

আছড়ে ভেঙ্গে চুড়মার

ফুল জল সব একাকার

নেমে আসে অন্ধকার

জানলার বাইরে নেমে আসে রাত

দু’টো বালিশ

কত স্বপ্ন ভালোবাসা বোঝাই

দেখে যায় এই কুৎসিত লড়াই

আশা আকাঙ্ক্ষা সব পুড়ে ছাই

Ami Jodi Bhir Hoye Jai Lyrics

কেউ মুখ ফুটে কিছু বলে না

টেবিল ল্যাম্পের আধো অন্ধকারে

ভাঙ্গাচোড়া মন দুটো গুমড়ে গুমড়ে মরে

দুজনেই বসে থাকে হাত ধরবে বলে

কেউ মুখ ফুটে কিছুই বলে না

ভগবান তাই নেমে আসে না

আসে সকাল

চোখ মুছে চিঠি লেখা

সুটকেস হাতে ট্যাক্সি ডাকা

ফিরে না তাকিয়ে দেখা

ইশ…এইভাবে কেউ চলে যায়

Duto Manush  Lyrics,Join Our Facebook Page

Duto Manush  Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

দুটো মানুষ লিরিক্স,

দুটো মানুষ লিরিক্স ,

একসাথে কত পথ চলা লিরিক্স,

হাতে হাত রেখে কথা বলা লিরিক্স,

কেন সব করে অবহেলা লিরিক্স,

কেন শেষমেষে এসে বিদায় লিরিক্স,

ফুলদানি লিরিক্স,

এইভাবে কেউ চলে যায় লিরিক্স,

Leave a Comment