Durbine Chokh Rakhbo Na LYRIC

Durbine Chokh Rakhbo Na LYRIC

পাঁচ টাকা দিয়ে দিনের শুরু

ষোল টাকা দিয়ে শেষ

তিন টাকা দিয়ে মুক্তি কিনে

হব নিরুদ্দেশ।

তখন কেন হাত বাড়ালে, এখন কেন চুপ?

তখন কেন জ্বাললে আলো, এখন পোড়াও ধূপ।

আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ।

আর এখন অলমোস্ট পাগোল এ মন

বিষ পানে অভ্যস্ত এ জীবন

শূন্য দু হাত আবার চাইছে

ফিরিয়ে নিয়ে চলো …

Durbine Chokh Rakhbo Na LYRIC,

তিস্তানে …

মাসটা যখন ফুরিয়ে যাবে

ওরা দেবে অনেক টাকা

তবু মাসের শেষেই মনে হবে

ভেতরটা খুব ফাঁকা

সময় যখন আটকে রাখবে সময় চলবে না

যখন সময় অনেক দরকার সময় থাকবে না

তখন সময় তোমার পাশে নেই

আর এখন অলমোস্ট পাগোল এ মন

বিষ পানে অভ্যস্ত এ জীবন

শূন্য দু হাত আবার চাইছে

ফিরিয়ে নিয়ে চলো …

তিস্তানে …

যখন বলেছিলাম আমি চলে যাব, তখন কেন কাঁদোনি

একের পর এক ভুল করেছি, তবু কেন আটকাওনি

যতক্ষণ তুমি জিতছো, প্রত্যেকটা মানুষ তোমার সাথে

তুমি একবার হেরে যাও আর কেউ নেই তোমার পাশে।

তখন কেন হাত বাড়ালে, এখন কেন চুপ?

তখন কেন জ্বাললে আলো, এখন পোড়াও ধূপ।

আর এখন তুমি নিচ্ছ অন্য রূপ।

আর এখন অলমোস্ট পাগোল এ মন

বিষ পানে অভ্যস্ত এ জীবন

শূন্য দু হাত আবার চাইছে

ফিরিয়ে নিয়ে চলো …

Durbine Chokh Rakhbo Na LYRIC,Join Our Facebook Page

পাঁচ টাকা দিয়ে দিনের শুরু লিরিক্স,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

ষোল টাকা দিয়ে শেষ লিরিক্স,

তিন টাকা দিয়ে মুক্তি কিনে লিরিক্স,

তিস্তানে লিরিক্স,

Leave a Comment