Title:Dur Prithibi
Band:Meghdol
Band:Meghdol
Dur Prithibi lyrics
দূর পৃথিবীর গল্প শুনো
ছায়ার মতো কিছু স্বপ্ন এখনও
দূরে-দূরে চলে যাই
ঠিকানা খুঁজে বেড়াই
দূরে-দূরে চলে যাই
ঠিকানা খুঁজে বেড়াই
ঘোর লাগা কিছু সন্ধ্যা আর ব্যর্থ যত স্বপ্ন বেরঙিন
ঘোর লাগা কিছু সন্ধ্যা আর ব্যর্থ যত স্বপ্ন বেরঙিন
শুনে যাও, শুনতে কি চাও?
শুনে যাও, শুনতে কি চাও?
আমাদের যত পরাজয় রাত্রি দিন
অন্ধকারে, অন্ধ নদী ছুটে চলে নিরবধি
অন্ধকারে, অন্ধ নদী ছুটে চলে নিরবধি
তবু গল্প লিখে যাওয়া
তবু স্বপ্ন স্বপন খেলা
তবু নদীর মতো চলি সারাবেলা
তবু গল্প লিখে যাওয়া
তবু স্বপ্ন স্বপন খেলা
তবু নদীর মতো চলি সারাবেলা