Dokkhoke koro joy lyrics By LRB
Title:Dookkhoke Koro Joy
Band:LRB
Band:LRB
দুঃখ তে কেঁদো না
দুঃখকে কর জয়
পাল তোলা নৌ ভাসাও
দূর আকাশে ভেসে যাও।।
দুঃখ বলে কিছুই নেই
দুই দিনের এই ভবে
এই আছে আবারই এই নেই
জীবন কেটে যায় এইভাবেই।।
সব সুখে সুখতো নয়
কিছু সুখে দুঃখ রয়
সব মায়া ভুলতো নয়
কিছু মায়ায় দুঃখ রয়।
সাগরের ঢেউ যেমন
হয় না কারও আপন
আশার আলো জ্বেলে যাও
জীবনেরই গান গাও