Dekhechhi Rupsagore Moner Manush Lyrics

Dekhechhi Rupsagore Moner Manush Lyrics

দেখেছি রূপসাগরে মনের মানুষ লিরিক্স

নবনী দাস ক্ষ্যাপা বাউল

তারে ধরি ধরি মনে করি

ধরতে গেলেম আর পেলাম না

ধরি ধরি মনে করি

ধরতে গেলেম আর পেলাম না

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,

বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,

সুজনের সঙ্গে হবে দেখা শুনা।

তারে আমার আমার মনে করি,

আমার হয়ে আর হইলো না

আমার আমার মনে করি,

আমার হয়ে আর হইলো না

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে,

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে

মরমে জ্বলছে আগুন আর নেভে না।

আমায় বলে বলুক লোকে মন্দ,

বিরহে তার প্রাণ বাঁচে না

বলে বলুক লোকে মন্দ,

বিরহে তার প্রাণ বাঁচে না

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,

পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,

বিরলে বসে করো যোগ-সাধনা।

একবার ধরতে পেলে মনের মানুষ,

ছেড়ে যেতে আর দিও না

ধরতে পেলে মনের মানুষ,

ছেড়ে যেতে আর দিও না

Dekhechhi Rupsagore Moner Manush Lyrics,
,

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।

তারে ধরি ধরি মনে করি

ধরতে গেলেম আর পেলেম না

ধরি ধরি মনে করি

ধরতে গেলেম আর পেলেম না

দেখেছি,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

Dekhechhi Rupsagore Moner Manush Lyrics,Join Our Facebook Page

Dekhechhi Rupsagore Moner Manush Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

দেখেছি রূপসাগরে মনের মানুষ লিরিক্স,

নবনী দাস ক্ষ্যাপা বাউল লিরিক্স,

তারে ধরি ধরি মনে করি লিরিক্স,

ধরতে গেলেম আর পেলাম না লিরিক্স,

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা লিরিক্স,

Leave a Comment