ডাকরে মন কালী বলে লিরিক্স | Dakre mon kari bole lyrics

ডাকরে মন কালী বলে লিরিক্স

Dakre mon kari bole lyrics

প্রসাদী – একতালা

ডাকরে মন কালী বলে।

আমি এই স্তুতি মিনতি করি, ভুল না মন সময়কালে॥

এসব ঐশ্বর্য ত্যজ, ব্রহ্মময়ী কালী ভজ।

ওরে ও পদপঙ্কজে মজ, চতুর্বর্গ পাবে হেলে॥

বসতি কর যে ঘরেতে, পাহারা দিচ্ছে যমদূতে,

ওরে পারবে না রে ছাড়ায়ে যেতে, কালফাঁসি লাগিবে গলে॥

দ্বিজ রামপ্রসাদ বলে, কালের বশে কাজ হারালে,

ওরে এখন যদি না ভজিলে, আমসী খাবে আম ফুরালে॥

ডালেতে লড়িচড়ি বইয়ো চাতকি ময়নারে

ডালেতে লড়িচড়ি বইয়ো চাতকি ময়নারে

গাইলে বৈরাগীর গীত গাইয়ো

গাইলে বৈরাগীর গীত গাইয়ো

মনো খইলে চাতকিনী

নদীর ফানি খাইয়ো ময়না

নদীর ফানি খাইয়ো

ফুলো মধু খাইতো চাইলে ফুলো বনে যাইয়ো

চাতকি ময়নারে

ওরে চাতকি ময়না

অঙ্গ তোরো কালা ময়না

অঙ্গ তোরো কালা

তর মনে আর আঁর মনে এক্কই ফ্রেমর যালা

চাতকি ময়নারে

দক্ষিণমূখী বইলেরে ময়না

বাতাস লাগে গায়রে ময়না

বাতাস লাগে গায়

পশ্চিমমূখী বইলেরে ময়না

অঙ্গ যলি যায়রে

অঙ্গ যলি যায়রে

অঙ্গ যলি যায়

উত্তরমূখী বইলেরে ময়না

শীতে খাইবো চাইয়োরে ময়না

শীতে খাইবো চাইয়ো

কোনদি আইবো ফরাণবন্ধু

আগে মোরে কইয়োরে

আগে মোরে কইয়ো

ক্ষয়হীন আস্কর আলী

সময় হইলে ফারে ময়না

সময় হইলে ফারে

মাধব বৈরাগীর সনে

ফরান বন্ধুয়ার সনে

মিলায় দিইয়ুম তোরে

Leave a Comment