Chupchap Sharadin lyrics Ashes
Chupchap Sharadin lyrics Ashes
শিরোনামঃ চুপচাপ সারাদিন
কন্ঠঃ জুনায়েদ ইভান
ব্যান্ডঃ অ্যাশেজ
অ্যালবামঃ ছারপোকা
চুপচাপ সারাদিন কত সন্ধ্যায়
সারা রাত আকাশে কাল ওঠেনি
হঠাৎ করে কেউ নেই পাশে
তোমারো কি এমন হয়, এমন করে
লোডশেডিং এর ছাদে আমার হতে
তোমারো কি এমন হয় যখন তখন
অকারণ কান্নাটা
খুব বেশি কি রাগ ছিল
কতই বা ফুরাবে বলো
ঠিক এভাবেই আমার
কেটে গেছে সারা রাত
সারি… সারি