Chondoni lyrics

 

Title:Chondoni
Band:Joler Gaan
চন্দনীরে…,
ও চন্দনী…
চন্দনীরে চন্দনী।
চন্দনী মাটিতে নামিয়া আইসো
চন্দনী আমার গায়েতে বইসো ।
চন্দনী মাটিতে নামিয়া আইসো
চন্দনী, আমার গায়েতে বইসো।
আইসো গো,
আইসো গো,
আইসো গো,
আইসো গো…
চন্দনি, মাটিতে নামিয়া আইসো
চন্দনী, আমার গায়েতে বইসো।
বাটা ভরা পান দেব, বাটা ভরা পান…
উদলা উঠান দেব, উদলা উঠান।
বাটা ভরা পান দেব, কানে মোতির দুল,
উদলা উঠান দেব, রাইতে ফোটা ফুল।
আলতা রাঙ্গায়া দেবো তোমার পায়,
আলতা! রাঙ্গায়া দেবো তোমার পায়…
আয় আয় আয়
আয় চন্দনী আয়
চন্দনি, মাটিতে নামিয়া আইসো
ও চন্দনী! আমার গায়েতে বইসো।
আইসো গো,
আইসো গো,
আইসো গো,
আইসো গো…
চন্দনি, মাটিতে নামিয়া আইসো
ও চন্দনী! আমার গায়েতে বইসো।
সজনী গো, ও সজনী!
রাত দুপুরে, পথে পথে
বাজিয়ে রুমঝুম নুপুর ধ্বনি!
সজনী গো, ও সজনী!
রাত দুপুরে, পথে পথে
বাজিয়ে রুমঝুম নুপুর ধ্বনি!
কে যায়, কে যায়!
তার রুমঝুম নুপুর ধ্বনি ঐ শোনা যায়,
তার রুমঝুম নুপুর ধ্বনি ঐ শোনা যায়!
চন্দনি, মাটিতে নামিয়া আইসো
ও চন্দনী! আমার গায়েতে বইসো।
বাটা ভরা পান দেব, বাটা ভরা পান…
উদলা উঠান দেব, উদলা উঠান।
বাটা ভরা পান দেব, কানে মোতির দুল,
উদলা উঠান দেব, রাইতে ফোটা ফুল।
চন্দন সুভাস দিবো তোমারি গায়,
চন্দন সুভাস দিবো তোমারি গায়।
আয় আয় আয়
আয় চন্দনী আয়
চন্দনি, মাটিতে নামিয়া আইসো
ও চন্দনী! আমার গায়েতে বইসো।
রজনী পোহাইয়া যাইও না এ ভরা বাঁকে,
রজনী পোহাইয়া যাইও না এ ভরা বাঁকে,
থাকো তুমি আর কিছুক্ষণ,
ভাসো তুমি আর কিছুক্ষণ
এ পোড়া বুকে!
রজনী পোহাইয়া যাইও না এ ভরা বাঁকে,
রজনী পোহাইয়া যাইও না এ ভরা বাঁকে,
সজনী গো, ও সজনী! সজনী।
চন্দনী, ও চন্দনী…
চন্দনি, মাটিতে নামিয়া আইসো
ও চন্দনী! আমার গায়েতে বইসো।
রজনী পোহাইয়া যাইও না এ ভরা বাঁকে,
রজনী পোহাইয়া যাইও না না না এ ভরা বাঁকে,
রজনী পোহাইয়া যাইও না এ ভরা বাঁকে!

Leave a Comment