Chhoto Bakso lyrics

     Chhoto Bakso
                                                          Anjan Dutt                                                          

ছোট বাক্স ছোট বাক্স
কত বাক্সের এই শহরে
কত স্বপ্ন কত হতাশা
ছোট বাক্সের ভেতরে
ছোট ছোট মন
বড় হয়ে যায়
ছোটদের জন্ম দিয়ে যায়
যারা বড় হয়ে ঢুকে পড়ে
সেই ছোট বাক্সের ভেতরে
কেউ ডাক্তার, কেউ মাস্টার
কেউ করে না কোনো রোজগার
কিন্তু সব একই বাক্স
সব একই রকমের
ছোট বাক্স, কত বাক্স
ছোট বাক্সের এই দুনিয়ায়
কত তোরজোড়, কত আয়োজন
ছোট বাক্সের ভেতরে
কেউ আমেরিকা, কেউ পাকিস্তান
কেউ ভারত, উজবেকিস্তান
কিন্তু সবই একই বাক্স
আর একটা বাক্সের ভেতরে
কোনটা হলদে, কোনটা খয়েরী
কোনটা সবুজ, কোনটা বেগুনী
কিন্তু সবই একই বাক্স
সবই একই রকমের
Little boxes on the hillside
Little boxes made of ticky tacky
Little boxes
Little boxes
Little boxes all the same
And the people in the houses all go to the university
And they all get put in boxes, little boxes all the same
There’s a green one, and a pink one
And a blue one and a yellow one
And they’re all made out of ticky tacky
And they all look just the same

 

Leave a Comment