Chera Akash lyrics

Chera Akash lyrics by Artcell

Title:Chera Akash
Band:Artcell
ছায়ার বর্ণমালা আলোর কাছাকাছি আসে
আলোর রুদ্ধ আকাশ আঁকে মৃত্যু শূন্যতায়
একা একা তবু দূরের দূরত্ব ভেঙ্গে
সকল স্মৃতির ছেঁড়া মেঘ থাকে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতো অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু এঁকে রাখে
তবু ঘড়ির বন্ধ সময়
শরৎ খোঁজে নীল আকাশে
স্মৃতির পায়ে শেকল বেঁধে
সময় দাঁড়ায় শরীর ঘেষে
স্বরব শব্দ সুরে অরব শূন্যতা ভাঙ্গে
মানুষ মুখোশ ত্রিমাত্রিক বোধে ছায়ার সারথি গড়ে
সবুজ পৃথিবীর হাজার শহর শেষে
একা মানব মুখোশ বেঁচে থাকে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতো অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু এঁকে রাখে
তবু ঘড়ির বন্ধ সময়
শরৎ খোঁজে নিল আকাশে
স্মৃতির পায়ে শেকল বেঁধে
সময় দাঁড়ায় শরীর ঘেষে
ছায়ায় আঁকা স্মৃতির ঘরে
ভয়ের মতো অন্ধকারে
আলোয় আঁকা রুদ্ধ আকাশ
মৃত্যু এঁকে রাখে
তীক্ষ্ণ ভাবনার পাথর ঘরে
যুদ্ধ আসে, যুদ্ধ আসে
মানুষ মুখোশ অগোচরে
আলো দিয়ে ছায়া আঁকে
ছায়ার বর্ণমালা ছায়ার কোরাসে
যুদ্ধ আসে, যুদ্ধ আসে
কাটাতারে ছেঁড়া আকাশ বিঁধে আছে
স্বপ্ন জুড়ে কে মৃত্যু এঁকে রাখে?

Leave a Comment