charpoka lyrics by Ashes

charpoka lyrics

 

শিরোনামঃ ছারপোকা
কন্ঠঃ জুনায়েদ ইভান
ব্যান্ডঃ অ্যাশেজ
অ্যালবামঃ ছারপোকা

আধো আলোতে মন ছুঁয়েছে
অন্ধকার একলা
চোখে চশমা মনে অন্ধ;
আয়নাতে চোখ ছোঁয়।
মিছেমিছি ভয় পাওয়া
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ধরে হাঁটা;
আমার ভাললাগা।

কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে।

তবু ভয় হয় মনে সংশয়
কত সংলাপ ফিকে হয়
তবু ভয় হয় মনে সংশয়
আবার হারিয়ে মেঘটা
মনে মনে ভাল লাগা;
আমার ভালবাসা।

 

Leave a Comment