Chaite Paro lyrics by Aurthohin
Title:Chaite Paro
Band:Aurthohin
Band:Aurthohin
চাইতে পারো জোছনা কুয়াশা ঢাকা
চাইতে পারো ঘরের সিলিংয়ে সন্ধ্যাতারা
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
চাইতে পারো আমার নেটের পাসওয়ার্ড
চাইতে পারো শীতের রাতে আমার সোয়েটার
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
যতো খুশি ভাবো তুমি, দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোনো কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতোই
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
চাইতে পারো আমার লেখা সবগুলো গান
চাইতে পারো ওয়ান-ডে ম্যাচে সাড়ে চার শ’ রান
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
যতো খুশি ভাবো তুমি, দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোনো কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতোই
তোমার জন্য নয় আমার কোনো কিছুই
যতো খুশি ভাবো তুমি, দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোনো কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতোই
তোমার জন্য নয় আমার কোনো কিছুই