Chaite Paro 3 (You Have to Bujhte Hobe)

       Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) lyrics by Aurthohin

Title:Chaite Paro 3 (You Have to Bujhte Hobe)
Band:Aurthohin

 
চাইতে পারো নিঝুম রাতে
 আমার গাওয়া গান শুনতে
হঠাৎ করেই গান থামিয়ে
গিটারটা ছুঁড়ে ফেলে
বললাম চলো হারিয়ে যাই
সবকিছু ছেড়ে পালাই
Bitch Please
হও তুমি যতোই সুন্দরী
ফেইসবুকে লাইক কাড়ি কাড়ি
আমার এই গিটার ছেড়ে
রাখবো কি হাত তোমার হাতে
গান কি এত সস্তা নাকি
একি তোমার মামার বাড়ি
আটা ময়দা মাখা সেলফি
জাতে উঠতে অনেক দেরি
গান কি এত সস্তা নাকি
একি তোমার মামার বাড়ি
আটা ময়দা মাখা সেলফি
জাতে উঠতে
চাইতে পারো
চাইতে পারো DSLR
সাথে দুটো সাদা লেন্স
সাথে স্বপ্ন পাবার
ছয় ছয়টা হট মডেল ফ্রেন্ড
ছবিতে গরিব-দুঃখী
পকেটে বড়লোকি
ইনবক্সে প্রেমপত্র
মুরাদ টাকলা ঠিকই
তোমার এই যশ খ্যাতি
যেন স্মার্টফোনের ব্যাটারি
যতই করো টিপাটিপি
চার্জ চলে গেলেই আমের আঁটি
এতই সস্তা ফটোগ্রাফি
সেকি তোমার মামার বাড়ি
ইনস্টাগ্রাম কি দৃক গ্যালারী
জাতে উঠতে অনেক দেরি
এতই সস্তা ফটোগ্রাফি
সেকি তোমার মামার বাড়ি
ইনস্টাগ্রাম কি দৃক গ্যালারী
জাতে উঠতে 
চাইতে পারো
চাইতে পারো কোন টিভির
কোন এক অনুষ্ঠানে
নিজের ঢোল নিজেই পেটাতে
নিজের ঢোল নিজে পেটাতে
মিথ্যা দিয়ে ঘায়েল করতে আমায়
জনগণ কি ঘোড়ার ঘাস খায়
যতই করো মিথ্যাচার
তালগাছটা শুধুই তোমার
পাবলিক আজ সবই বোঝে
ইউ হ্যাভ টু বুঝতে হবে
এতই সস্তা লেজেন্ড গিরি
একি তোমার মামার বাড়ি
টুইন টার্বো ওয়ালা গরুর গাড়ি
জাতে উঠতে অনেক দেরি
এতই সস্তা লেজেন্ড গিরি
একি তোমার মামার বাড়ি
টুইন টার্বো ওয়ালা গরুর গাড়ি
জাতে উঠতে
ড্যাম.
গীটার সলো টা দিতেই তো ভুইলে গেছি.
দর্শক শ্রোতা. এখন আপনারা শুনবেন গীটার সলো
শিশির?

 

Leave a Comment